গুরুকে হারালেন ঈব্রাহিমোভিচ
স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার মরক্কোয় মৌসুমের শীতকালীন বিরতিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফরাসি তারকা ইয়োহান কাবায়ের একমাত্র গোলে সাবেক গুরু রবার্তো মানচিনির ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছে জাতান ঈব্রাহিমোভিচের প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। স্টাডে ডি মারাকেশে খেলার ৫৭ মিনিটে ফরাসি মিডফিল্ডার কাবায়ে দলকে এগিয়ে নেন। মাঝ মাঠে বল পেয়ে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তিনি
মানচিনি ও ঈব্রাহিমোভিচের হাসি ও কুশল বিনিময়ে ম্যাচ শুরু হয়েছিল। কিন্তু খেলা শুরুর পর এই সম্প্রতি বজায় থাকেনি। কেননা কিকঅফের পর থেকেই নিজের সাবেক গুরু মানচিনির দলের ওপর ঝাঁপিয়ে পড়েন ঈব্রা। ২৫ মিনিটের সময় স্লোভেনিয়ান গোলকিপার সামির হানদানোভিচের কঠিন পরীক্ষা নেন সুইডেনের বিখ্যাত এই তারকা। কয়েক মিনিট বাদে আদ্রিয়ান র্যাবিয়টও দারুণ এক প্রচেষ্টা নিয়েছিলেন। কিন্তু শেষ ল্যাপে গিয়ে বিফলে যায় তার চেষ্টা।
৪৩ মিনিটে কুসমানোভিচের নিকট থেকে বল পেয়ে ইন্টারের হয়ে পিএসজির গোলমুখ খোলার চেষ্টা করেছিলেন মাউরো ইকার্ডি। তবে তার সে আক্রমণটি নসাৎ করে দেন নিকোলাস ডাউসেচ। এরপর বিরতি থেকে ফিরেই দাপট দেখাতে থাকে পিএসজি। এর ফলশ্রুতিতে ৫৭ মিনিটে অচলাবস্থা ভাঙে ফ্রান্স চ্যাম্পিয়নরা। র্যাবিয়টের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি।