অঝোরে কাঁদলেন রায়না
স্পোর্টস ডেস্কঃ ভারতের জাতীয় ক্রিকেট দলে দুই জন খেলেন এক সঙ্গে। ক্লাব ক্রিকেটেও তারা রয়েছেন একই দল চেন্নাই সুপার কিংসে। দলের অন্যান্য খেলোয়াড়দের চেয়ে সুরেশ রায়নার সঙ্গেই হয়তো মহেন্দ্র সিং ধোনির বোঝাপড়াটা অনেক ভালো।তা ছাড়া বেশ কয়েকটি ম্যাচে জুটি বেধে ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান ধোনি-রায়না। আর সেই প্রিয় সতীর্থই কিনা আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন! বিদায়ের সময় ধোনি নিজেও কাঁদলেন। কাঁদালেন সতীর্থদের। চোখের জল ধরে রাখতে পারেননি রায়নাও। অঝোরেই কাঁদলেন তিনি!অবসর নেওয়ার পর সুরেশ রায়নার সঙ্গে একটি সেলফি তোলেন ধোনি।
সেলফি দেখে বোঝার সাধ্য নেই যে কিছুক্ষণ আগে এটি তোলা হয়েছে। আর সেই ছবিটি ভারতের অধিনায়কের ফেসবুক পেজে পোস্ট করা হয়। এই খবর লেখা পর্যন্ত সেই ছবিতে ‘লাইক’ পড়েছে ৩৪ হাজার ৭১৯ ভক্তের। যে ছবিটি পোস্ট করা হয় মাত্র ৩ ঘণ্টা আগে।এদিকে, মেলবোর্নে ম্যাচ শেষে সতীর্থদের সামনে ঘোষণা করেন ধোনি। কাপাকাপা কণ্ঠে জানালেন, টেস্ট ক্রিকেটে আর খেলবেন না তিনি। তখন নিজের আবেগ চেপে রাখতে পারেননি ধোনি। সতীর্থ ক্রিকেটারদের সামনে দু মিনিটের বক্তৃতা রাখার সময় ধোনির গলা জড়িয়ে আসে। কোনো রকমে বক্তব্য শেষ করে রায়না-অশ্বিন-পুজারাদের জড়িয়ে ধরেন ভারতের সফল অধিনায়ক। একটি আবেগঘন পরিবেশ বিরাজ করছিল তখন।
পরবর্তীতে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব সঞ্জয় প্যাটেলও বলেছেন, ‘ড্রেসিংরুমে উপস্থিত এক ক্রিকেটার আমাকে জানিয়েছে, ধোনি অবসর ঘোষণা করার সময় বেশ আবেগাপ্লুত হয়ে পড়েছিল।’