মেয়েদের ব্যাগে যা যা থাকতেই হবে
লাইফস্টাইল ডেস্কঃ কালে অফিস, বিকেলে কেনাকাটা, রাতে পার্টি৷ এর মাঝে কি ব্যাগ গোছানোর সময় থাকে? ফলে বাইরে বেরিয়ে অনেক সময় পড়তে হয় সমস্যায়৷ তাই আলাদা একটা হ্যান্ডব্যাগ গুছিয়ে রাখুন অফিসে বেরোনোর জন্য৷ বছরশেষের ভাগদৌড়ে কোনো প্রয়োজনীয় জিনিস যেন ব্যাগ থেকে মিসিং হয়ে না যায়৷আর প্রয়োজনে পাচ্ছি না বলে ব্যাগও তন্নতন্ন করে খোঁজার হাত থেকে আপনি মুক্তি পাবেন
টাকাপয়সা : টাকাপয়সা ছাড়া পার্স ভাবাই যায় না৷ তাই বেরোনোর আগে দেখে নিন, ব্যাগে প্রয়োজনীয় টাকাপয়সা রয়েছে কি না এবং সঙ্গে অবশ্যই খুচরো মাস্ট৷ ডেবিট কার্ড নিলেও ক্রেটিড কার্ড না রাখাই ভালো৷
লিপস্টিক : শীত, গ্রীষ্ম, বর্ষা, বরোমাস লিপস্টিকেই ভরসা৷ গ্ল্যামার বাড়াতে বা ঠোঁটকে আর্দ্র রাখতে একটা লিপস্টিক পার্সে রাখা চাই-ই৷ মাঝে-মধ্যে একটু বুলিয়ে নিলেন৷
স্যানিটারি ন্যাপকিন : সুরক্ষার জন্য স্যানিটারি ন্যাপকিন অবশ্যই সবসময় পার্সে রাখবেন৷
ছোট সানস্ক্রিন : সবসময় সানস্ক্রিনের একটা ছোট শিশি টিস্যুপেপারে মুড়ে রাখবেন৷ অফিসে পৌঁছে মুখ ধুয়ে টিস্যু দিয়ে মুছে চট করে লাগিয়ে নিতে পারবেন৷
ওষুধ : ব্যান্ডেড, প্যারাসিটামল, পেটখারাপের ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার বাড়ি থেকে বেরানোর আগে নিতে ভুলবেন না৷
আই কার্ড , ইমার্জেন্সি নম্বর : আচমকা বিপদে পড়লে ইমার্জেন্সি নাম্বার সঙ্গে থাকা উচিত। সঙ্গে আই কার্ডও রাখবেন৷ আর আপনি চাকরিরতা না হলে নিদেনপক্ষে কোনো পরিচয়পত্র ক্যারি করবেন৷
পেপার স্প্রে : ইভটিজারদের শায়েস্তা করতে এর চেয়ে ভালো দাওয়াই আর কী-ই বা হতে পারে৷
পেন : প্রায় ক্ষেত্রেই দেখা যায় প্রয়োজনের সময় আমরা অনেকক্ষণ ব্যাগে খুঁজেও পেন পাই না। তখন আমাদের অন্যদের কাছে চাইতে হয়। তার চেয়ে ব্যাগে একটা রেখে দেয়াই ভালো৷
সানগ্লাস : সানগ্লাস আপনার চেহারায় আলাদা মাত্রা যোগ করবে৷ তাছাড়া খালি চোখে বেশিক্ষণ রোদে থাকা ঠিক নয়৷ তাই সবসময় ব্যাগে সানগ্লাস রাখা মাস্ট৷
পারফিউম বা বডি স্প্রে : শরীরের দুর্গন্ধ দূর করতে, কিংবা শীতে নিজেকে ফ্রেশ রাখতে ব্যাগে একটা ডিও স্প্রে চাই-ই চাই৷