প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন চৌধুরী বিনা বাদি হয়ে একটি মানহানির মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়
মামলায় বাদি অভিযোগ করেন, ‘গত ৩০ ডিসেম্বর গাজীপর জেলা তথ্য অফিসে এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা ও অসৎ বক্তব্য প্রদান করেছেন প্রতিমন্ত্রী চুমকি। যা পরদিন (৩১ ডিসেম্বর) বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশ করা হয়। মেহের আফরোজ চুমকির এ বক্তব্য ছিল অসৎ, বানোয়াট ও মানহানিকর। আসামির এসব বক্তব্য খালেদা জিয়া, তারেক রহমান ও বাদিকে হেয়প্রতিপন্ন করেছে।’
উল্লেখ্য, ওইদিনের বক্তব্যে প্রতিমন্ত্রী চুমকি বলেন, ‘বছরের সবচেয়ে ব্যর্থ নেত্রী খালেদা জিয়া, শ্রেষ্ঠ বেয়াদব তারেক।’
তার এ বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে দণ্ডবিধি ৫০০ ও ৫০১ ধারার বিধান মতে এ মামলাটি দায়ের করা হয়। মামলার আর্জির শেষ দিকে বাদি আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে জেলহাজতে আটক রেখে দৃষ্টান্তমূল শাস্তি প্রদানের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার আবেদন জানান।