জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের নিরুত্তাপ হরতাল
নিজস্ব প্রতিবেদকঃ মানবতারিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে ডাকা জামায়াতের দ্বিতীয় দিনের নিরুত্তাপ হরতাল চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সকালে কোথাও কোনো পিকেটিংয়ের ঘটনা ঘটেনি। রাজধানীর কোথাও জামায়াত নেতাকর্মীদের লক্ষ্য করা যায়নি
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ৬টা থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে পিকেটারদের উপস্থিতি টের পাওয়া যায়নি।
এদিন নগরীর সড়কগুলোতে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা যায়। রাজধানীর রামপুরা, মালিবাগ, মৌচাক, খিলগাঁও, পল্টন,মতিঝিল এলাকায় অন্যান্য দিনের মতোই সকালে অল্প বিস্তর যান চলাচল করছে। দেখা যায় বেশকিছু দোকানপাট খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অন্যদিকে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। জলকামান, রায়ট কারসহ র্যাব, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের বিশেষ নজরদারিতে রয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।
এছাড়াও হরতালে দিন সকালে নগরীর বিভিন্ন সড়কে ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল দিচ্ছে।