বেতন কাঠামো পর্যালোচনায় নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদকঃ বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশসমূহ বাস্তবায়নের পদ্ধতি নিরূপণের জন্য একটি কমিটি গঠন করেছে সরকার।মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয় বলে বুধবার (৩১ ডিসেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন- অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব।প্রায় এক বছর ধরে কাজ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত বেতন ও চাকরি কমিশনের সদস্যরা সর্বোচ্চ ৮০ হাজার ও সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকা মূল বেতন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো সুপারিশ করে গত ২১ ডিসেম্বর অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেয়।২০১৫ সালের ১ জুলাই থেকে প্রায় ১৩ লাখ সরকারি চাকরিজীবী নতুন এই কাঠামোতে বেতন পাবেন বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন।ফরাসউদ্দিন বলেন, এই কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আর মাঝের গ্রেডগুলোতে বেতন বাড়বে বিভিন্ন পর্যায়ে।কমিটি বেতন ও চাকরি কমিশনের দাখিলকৃত প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশসমূহ বাস্তবায়নের পদ্ধতি নিরূপণ; এ কমিটি ‘সশস্ত্রবাহিনী বেতন কমিটি, ২০১৩’ কর্তৃক প্রতিবেদন দাখিলের পর তাও পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে এবং কমিটি ছয় সপ্তাহের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে