নতুন বছরে নতুন লুক
বিনোদন ডেস্কঃ নতুন বছরে নতুন লুক। সাবেক বিশ্বসুন্দরী যে বেশ গুছিয়েই কামব্যাকটা করছেন সে তো দিব্যি টের পাওয়া যাচ্ছে। কিন্তু প্রস্তুতি ঠিক কতটা তার আন্দাজ পাওয়া গেল সম্প্রতি।
একটি আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঐশ্বরিয়া একটি অ্যাড শুটের জন্য সম্পূর্ণ নতুন হেয়ার স্টাইলে ক্যামেরায় পোজ দিলেন। ছবিতে দেখা যাচ্ছে ঐশ্বরিয়ার পরনে লাল পোশাক ও চুলে লাল ব্যান্ড। চোখে স্মোকি মেকআপ।ঠোঁটে গাঢ় লাল ছোঁয়া। এই নতুন হেয়ার স্টাইলে ৪১ বছর বয়সী অভিনেত্রীর বয়স এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে।সঞ্জয় গুপ্তর ‘জজবা’ ছবিতে ফিরছেন তিনি। মুখ্য চরিত্রে বচ্চন বহুরাণী ছাড়াও রয়েছেন ইরফান খান, শাবানা আজমি, অনুপম খেড় ও আরও অনেকে। এছাড়াও একই সময়ে আরও কয়েকটি ছবিতে কাজ করছেন ঐশ্বরিয়া রায় বচ্চন।
Posted in: বিনোদন