গায়ে হলুদ চলাকালে বরসহ ৫ জনকে ঝলসে দিয়েছে প্রেমিক
ডেস্ক রিপোর্টঃ শরিয়তপুরে অ্যাসিড নিক্ষেপ করে বরসহ ৫ জনকে ঝলসে দিয়েছে এক প্রেমিক।
বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে গায়ে হলুদ চলাকালে অ্যাসিড নিক্ষেপ করে সিফাত নামের এক যুবক। এতে ৫ জন আহত হয়েছে।
আহতরা হলেন-বর মো. সেলিম সরকার(২৭), তার ভাগ্নি রাবেয়া আক্তার(৮), ভাতিজী মোছা. তহুরা(৯), ভাগ্নে সিয়াম(৬) এবং আরেক ভাতিজী শাহিনা(২৬)।
সেলিম একজন ব্যবসায়ী। সে শরিয়তপুরের সখীপুর উপজেলার উত্তর তারাবুনিয়া সরকারকান্দি গ্রামের ইদরিস আলী সরকারের ছেলে।
জানা গেছে, বুধবার দিবাগত রাতে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল সেলিমের। পাশের গ্রাম দক্ষিণ তারাবুনিয়ার তাসলিমা আক্তার শিরোমনির(২৬) সাথে বিয়ে হবার কথা। রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাসলিমা আক্তারের প্রেমিক সিফাত সেলিমসহ ৫জনের গায়ে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এদের মধ্যে শাহিনা বাদে অন্যরা বিয়ে খেতে এসেছিলেন।
তবে পাত্রী তাসলিমা আক্তার তাদের প্রেমের বিষয়টি অস্বীকার করে বলেছেন, সিফাত তাকে মাঝে মাঝে রাস্তায় টিজ করত। সে তার সাথে প্রেম করতে রাজি না হওয়ায় রেগে গিয়ে এমন কান্ড ঘটিয়েছে।