শীর্ষে থেকেই বছর শেষ সাকিবের
স্পোর্টস ডেস্কঃ আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ অলরাউন্ডারের খেতাব ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
বুধবার ২০১৪ সালের শেষদিনে ঘোষিত টেস্ট অলরাউন্ডারের র্যাংকিংয়ে ৩৯৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন টাইগার ক্রিকেটার। ৩৭২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বহাল তবিয়তে আছেন দক্ষিণ আফ্রিকার ভেরন ফিলান্ডারও।
এরপর তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানেও কোনো পরিবর্তন আসেনি। ৩২৫ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে ভারতের রবিচন্দন অশ্বিন, ২৯৭ রেটিং পয়েন্ট নিয়ে চারে অস্ট্রেলিয়ার মিশেল জনসন এবং ২৯৬ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।
সেরা দশে আছেন অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিস, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, নিউজিল্যান্ডের টিম সাউদি, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও নিউজিল্যান্ডের ডেনিয়েল ভেট্টোরি। প্রসঙ্গত, চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খারাপ পারফর্ম করে টেবিলের নয় নম্বারে নেমে গেছেন ওয়াটসন। আর ছয়ে উঠে এসেছেন রায়ান হ্যারিস।