সাতশো যাত্রীসহ মানবপাচারকারীদের জাহাজ আটক
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ইতালির কোস্টগার্ড ভূমধ্যসাগরে প্রায় সাতশো যাত্রীসহ মানবপাচারকারীদের একটি জাহাজ আটক করেছে।
মলডোভার পতাকাবাহী জাহাজটিকে ইতালির গ্যালিপলি বন্দরে টেনে আনা হয়েছে।
এর আগে গ্রিসের সীমান্তের কাছে ব্লু স্কাই এম নামের এই জাহাজ থেকে বিপদ সংকেত দেওয়া হচ্ছিল
ধারণা করা হচ্ছে, সিরিয়ার উদ্বাস্তুদের এই জাহাজে তুলে মানব পাচারকারীরা জাহাজটি অটোপাইলটে চালিয়ে দেয় এবং নিজেরা জাহাজ থেকে সরে পড়ে। জাহাজটি ইতালি অভিমুখে যাচ্ছিল।
জাহাজটিতে সিরীয় ছাড়া কুর্দীরাও আছে বলে ধারণা করা হচ্ছে।
ইতালির উপকূলরক্ষীরা মাঝ-সমুদ্রে জাহাজটিতে উঠে প’ড়ে সেটিকে আটক করে দক্ষিণ ইতালিতে টেনে নিয়ে যায়।
‘এধরনের জাহাজে করে মানবপাচারের ঘটনা কিছুটা নজিরবিহীন’
সিরীয় অভিবাসীদের স্থানীয় একটি স্কুল এবং জিমনাশিয়ামে তোলা হয়েছে।
অবৈধ অভিবাসীদের জন্য একটা জনপ্রিয় গন্তব্য ইতালি। মূলত মধ্যপ্রাচ্য এবং হর্ন অফ আফ্রিকা এলাকা থেকে এই অভিবাসীরা ইতালির দিকে পাড়ি জমায় সমুদ্রপথে এবং তাদের আশা থাকে ইতালির ভেতর দিয়ে তারা ইউরোপে ঢুকতে পারবে।
এধরনের বিপদসঙ্কুল সমুদ্র অভিবাসনের সবচেয়ে ব্যবহৃত পথ লিবিয়া।
তবে আজ আটক এই জাহাজটি যাত্রা শুরু করেছিল তুরস্ক থেকে।
এই সমুদ্র রুটে মানবপাচার নিয়ে যারা কাজ করেন তারা বলছেন এধরনের জাহাজে করে অভিবাসী পাচারের ঘটনাও কিছুটা নজিরবিহীন।