এয়ার এশিয়া বিমানের উদ্ধার অভিযান আবারো শুরু
ইন্টারন্যাশনাল ডেস্কঃ জাভা সমুদ্রে ডুবে যাওয়া এয়ার এশিয়া বিমানের যাত্রীদের লাশ উদ্ধারে আবারো অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার খারাপ আবহাওয়ার কারণে স্থগিত রাখা হয় বিমানটির উদ্ধার অভিযান
বৃহস্পতিবার আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় উদ্ধাকারীরা বিমানের ধ্বংসাবশেষ, ব্লাক বক্স ও মৃত দেহ উদ্ধার করার বিষয়ে আশাবাদী হয়েছেন। উদ্ধারকারী কর্মকর্তা সুনারবো সানদি বলেন, “আজকের আবহাওয়া পরিস্কার। মৃতদের দেহ উদ্ধারে আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”গতকাল ঘূর্ণি আবহাওয়ার কারণে বিমানের উদ্ধারকাজে সাময়িক বিরতি দেন উদ্ধারকারীরা। ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করা বিমানটি খারাপ আবহাওয়া এড়িয়ে উপরে উঠতে চাইলে অঅকাশ থেকে নিচে পড়ে যায়।
এসময় পাইলটের কাছ থেকেও কোনো বিপদ সংকেত পাওয়া যায়নি। এখনো পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারজনের লাশ যুদ্ধ জাহাজ থেকে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনের লাশ আজ হস্তান্তর করা হবে।–আল-জাজিরা।