মোশাররফকে হত্যার ষড়যন্ত্রকারী ব্যক্তির ফাঁসি কার্যকর
ইন্টারন্যাশনাল ডেস্কঃ পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফের হত্যাষড়যন্ত্রের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেশটির এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। পেশোয়ারের কেন্দ্রীয় কারাগারে বুধবার নিয়াজ মাহমুদ নামের ওই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন
২০০৩ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মোশাররফকে হত্যাপ্রচেষ্টার জড়িত ছিলেন ওই ব্যক্তি। এই অভিযোগে পাকিস্তানের মার্শাল কোর্ট ২০০৫ সালে তাকে মৃত্যুদ- দেন। তিনি খাইবার পাখতুনখোয়ার বাসিন্দা।
কড়া নিরাপত্তা মধ্যে এ ফাঁসি কার্যকর করা হয়। ২০০৬ সালের পর পেশোয়ারের কেন্দ্রীয় কারাগারে এ প্রথম কোনো ব্যক্তির ফাঁসি কার্যকর করা হলো।
পেশোয়ারের স্কুলে তালেবান হামলায় ১৩৩ স্কুলশিক্ষার্থীসহ ১৪৯ নিহত হওয়ার পর ফাঁসি কার্যকরের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেয় পাকিস্তান। এরপর বেশকিছু সন্ত্রাসীকে ফাঁসিতে ঝোলায় দেশটি।
তথ্যসূত্র : ডন, টাইমস অব ইন্ডিয়া।