৫ জানুয়ারিতে পাল্টাপাল্টি কর্মসূচি ; উত্তপ্ত রাজনীতি
নিজস্ব প্রতিবেদকঃ ৫ জানুয়ারিকে ঘিরে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক অঙ্গন। শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপি পৃথকভাবে সংবাদ সম্মেলন করে আগামী ৫ জানুয়ারি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এই দুই দলের নেতাদের আক্রমণাত্মক বক্তব্যে রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল হয়ে উঠছে। দেশে আবারও অরাজকতার সৃষ্টি হতে পারে বলে আতঙ্ক করছেন সাধারণ মানুষ
আগামী ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতির আবেদন করেছে বিএনপি। কিন্তু এখন পর্যন্ত ডিএমপি এ নিয়ে কোনো কিছু জানায়নি। বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে, অনুমতি পাওয়া যাক বা না যাক বিএনপি ৫ জানুয়ারি সমাবেশ করবে সোহরাওয়ার্দী উদ্যানে। এজন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এদিকে বিএনপির সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই আওয়ামী লীগও ৫ জানুয়ারির কর্মসূচী ঘোষণা করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে, আগামী ৫ জানুয়ারি রাজধানীর ১৬টি জায়গায় আওয়ামী লীগ জনসভা করবে। এদিন বিএনপি কোনো অরাজকতার সৃষ্টি করলে মেনে নেওয়া হবে না বলে জানানো হয়েছে।