‘বিএনপি অগণতান্ত্রিক কর্মসূচি দিয়ে দেশে অরাজগতা সৃষ্টি করছে’ : শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আর তারাই এখন গণতন্ত্রের কথা বলছেন। তাদের আচার আচরণ অগনতান্ত্রিক। গত বছরের ৫ জানুয়ারি বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে অগণতান্ত্রিক কর্মসূচি দিয়ে দেশে অরাজগতা সৃষ্টি করছে। গতকাল শুক্রবার বিকেলে বাউকাঠি বিন্দু বাসিনি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন
বিএনপি নেত্রীকে উদ্দেশ্য করে শিল্পমন্ত্রী বলেন, শেখ হাসিনার ওপর নয়, আল্লাহর গজব কার ওপর পড়েছে তা আপনি উপলব্ধি করুন। বিএনপি-জামায়াত শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমত থাকায় তিনি প্রাণে বেঁচে আছেন। তিনি বেঁচে আছেন বলেই দেশের মানুষ নিরাপদে আছে। আগের সব সরকারের চেয়ে বর্তমান সরকারের সময় বেশি উন্নয়ন হচ্ছে দাবি করে শিল্পমন্ত্রী বলেন, বিশ্বে অন্যান্য দেশগুলোতে যখন অর্থনৈতিক মন্দা চলছে, শ্রমিকদের সাটাই করা হচ্ছে ঠিক এমন সময় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের কাজ চলছে। এমনকি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছে এ সরকার।
নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাঞ্চন আলী হাওলাদাদেরর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান হোসেন খান, যুগ্ম-সম্পাদক ও বাসন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক, উপ-দপ্তর সম্পাদক তরুন কর্মকার প্রমুখ।