৫ জানুয়ারি বিএনপিকে রাজপথে প্রতিহতের ঘোষণা
নিজস্ব প্রতিবেদকঃ পাঁচ জানুয়ারি বিএনপি নেতাদের রাজপথে নামতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শনিবার ১৪ দলের ঢাকা মহানগর কমিটির বৈঠক শেষে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ ঘোষণা দমায়া বলেন, ৫ জানুয়ারি দেশের কোনো পরিস্থিতি তৈরি হলে তার দায়ভার বিএনপি নেত্রী খালেদা জিয়াকেই নিতে হবে
পাঁচ জানুয়ারি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ চলছে। এনিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। কী হবে পাঁচ জানুয়ারি-এমন কৌতূহল সবার মনে।বিএনপি ঘোষণা দিয়েছে, প্রশাসন অনুমতি না দিলেও পাঁচ জানুয়ারি তারা রাজপথে থাকবে। আর আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে বিএনপিকে কোনোভাবেই রাজপথে নামতে দেয়া হবে না। তারা রাজপথে নামলে প্রতিহত করা হবে।এমন পরিস্থিতিতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা শান্তিপূর্ণভাবেই যেন পরিস্থিতি মোকাবেলা করে প্রশাসন। আবার যেন ফিরে না আসে কোনো রক্তাক্ত প্রান্তর।
Posted in: জাতীয়