অনুমতি না দিলেও ৫ জানুয়ারি বিএনপি সমাবেশ করবেঃফারুক
নিজস্ব প্রতিবেদকঃ সরকার অনুমতি না দিলেও ৫ জানুয়ারি বিএনপি সমাবেশ করবে বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিপ হুইফ জয়নুল আবদিন ফারুক।সমাবেশের অনুমতি বিষয়ে জানতে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে ডিএমপি কার্যালয়ে যান জয়নুল আবদিন
ফারুকসহ বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেনবিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।
এদিকে ৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে এখনো কিছু বলছে না প্রশাসনতবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলছেন, ওই দিন বিএনপিকে রাজপথে নামতে দেয়া হবে না। শনিবার ১৪ দলের ঢাকা মহানগর কমিটির বৈঠক শেষেও এমন ঘোষণা দেয়া হয়।
Posted in: বিবিধ