বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » পিকের নামে মামলা

পিকের নামে মামলা 

বিনোদন ডেস্কঃ    লক্ষ্মী প্রাপ্তি ঘটলেও ২০১৫ সালের শুরুটা বোধ হয় তেমন ভালো কাটল না ‘পিকে’ পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের। গত ১৯ ডিসেম্বর ছবিটি মুক্তির পর থেকেই একের পর এক বিতর্ক ডানা বাঁধছে ‘পিকে’ নিয়ে।হিন্দু দেব-দেবীকে নানান ভাবে ব্যঙ্গ করা হয়েছে ছবিটিতে। এই অভিযোগের প্রতিবাদে মুখর হয়ে উঠে ভারতের বিভিন্ন কট্টর হিন্দুবাদী সংগঠনগুলি। বিভিন্ন জায়গায় পুড়িয়ে দেওয়া হয় ‘পিকে’র পোস্টারও

pk

এমনকি দাবি করা হয় ছবিটির সম্প্রচার বন্ধেরও।কিন্তু এত সব কাণ্ড ঘটা সত্ত্বেও মুক্তির দু’সপ্তাহের মধ্যে ভারত থেকে ‘পিকে’র কালেকশন মোট ২৬৪.৫০ কোটি টাকা৷ ‘পিকে’র বাজেট ছিল ৮৫ কোটি টাকা৷দেশের বাজারেই ছবির এরকম সাফল্যে তাই অনেক বিতর্কের মধ্যেও হাসি ফুটেছে প্রযোজকের মুখে৷ দেশের বাইরেও ‘পিকে’র ব্যবসা দারুণ৷ সারা বিশ্বে মুক্তির নিরিখে এই মুহূর্তে পিকের কালেকশন মোট ৪৮২ কোটি টাকা৷ পিকে-র সামনে তাই ৫০০ কোটির মাইলস্টোন৷আমিরের ‘পিকে’ যখন বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে, ঠিক তখনই রাজস্থানে, বাজাজ নগর থানায় পিকের পরিচালক, প্রযোজক ও অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করলেন বসন্ত গেহলট নামের এক ব্যক্তি। সূত্রের তরফে জানা গেছে, এফআইআর-এ প্রযোজক, পরিচালক ও অভিনেতার নাম উল্লেখ করা না থাকলেও, তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ও ১৫৩এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone