‘অবিশ্বাস্য’ মেসি
স্পোর্টস ডেস্ক : প্রতিনিয়ত ফুটবল ভক্তদের বিস্ময় উপহার দেয়াটাকে নিজের দৈনন্দিন রুটিনে পরিণত করেছেন লিওনেল মেসি। ফুটবল মাঠে গোল করাটাকে পৃথিবীর সবচেয়ে সহজ কাজে পরিণত করেছেন ফুটবলের ক্ষুদে যাদুকর। প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য ভয়ংকর এক ত্রাসের নাম ‘এমএলটেন’ ব্রান্ড। সেই লিওনেল মেসি জাপানি ভক্তদের আরেকবার ভ্রু কুচকানোর সুযোগ করে দিলেন। প্রশান্ত মহাসাগর পাড়ের দেশটির একটি গেম শো’র জন্য বল নিয়ন্ত্রণ ও লক্ষ্যভেদী পাসের অবিশ্বাস্য মহড়া দেখালেন বার্সেলোনা ফুটবলার
জাপানি ওই গেম শোতে বিল্ডিং ঘেরা একটি বাস্কেটবল গ্রাউন্ডে ১৮ মিটার উচু একটি বারের ওপর দিয়ে মাঠের এক প্রান্ত থেকে বল মেরে মুহূর্তেই অপর প্রান্তে দৌঁড়ে গিয়ে বল নিয়ন্ত্রণের ক্যালমা দেখান মেসি। এরপর হিট করা সেই বল মাটিতে না ফেলিয়েই আবার বারের ওপরে ওঠান টানা চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। যা উপস্থিত দর্শকদের মহাবিস্ময় উপহার দিয়েছে।