লুঙ্গি পরেই দলীয় কার্যালয়ে মায়া
নিজস্ব প্রতিবেদকঃ পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার আওয়ামী লীগ কার্যালয়ে লুঙ্গি পরে অবস্থান করছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
২৩ ডিসেম্বর মায়া বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লুঙ্গি পরে রাস্তায় দাঁড়ানোর ঘোষণা দেন। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে সকালে দলীয় কার্যালয়ে লুঙ্গি পরে আসেন তিনি।
লুঙ্গি পরার বিষয়ে সাংবাদিকদের মায়া বলেন, ‘লুঙ্গি আমাদের দেশীয় সংস্কৃতি। এ লুঙ্গি- পাঞ্জাবি পরে তাই আজ মাঠে নেমেছি।’
২৩ ডিসেম্বর মায়া বিএনপির উদ্দেশে বলেছিলেন, ‘কত হেডম (ক্ষমতা) ৫ তারিখে দেখব। ৫ তারিখে আমি নিজেই লুঙ্গি পিইন্দা রাস্তায় দাঁড়ামু। আমিও দেখতে চাই কার কতটা হেডম আছে।’