স্ত্রী ছাড়াই বাচ্চা চান সালমান
বিনোদন ডেস্কঃ বলিউড ব্যাচেলর সালমান খানের প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জনের বয়স তার ক্যারিয়ারেরই সমান। অনেক প্রেমিকা জুটলেও কেউ তার ঘরণী হননি। এবার তিনি কিনা বাবা হতে চান, কিন্তু স্বামী হতে চান না। বলিউড লাইফ জানায়, সম্প্রতি সালমান খান একটি ম্যাগাজিনে নতুন চলচ্চিত্র শুদ্ধি ও নিজের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে মুখ
খুলেছেন। নিজের সম্পর্কে তিনি বলেন, হ্যাঁ, আমি বাচ্চা চাই। কিন্তু স্ত্রী ছাড়াই বাচ্চা চাই। তবে আমার সন্তানের মা থাকুক তাও চাই। ২০১৫ সালে মুক্তি পেতে পারে এই সুপারস্টারের তিনটি চলচ্চিত্র— রাজরঙ্গী ভাইজান, শুদ্ধি ও প্রেম রতন ধন পায়। সব মিলিয়ে দারুণ ব্যস্ততায় কাটবে সারাবছর। এর মধ্যে বিয়ে করার সময় কই?