সেলফির উপর কলেজে কোর্স
প্রযুক্তি ডেস্কঃ সেলফি নিয়ে উন্মাদনার যেন শেষ নেই। চারিদিকে শুধু সেলফিরই জয় জয়কার। তবে সেলফির উপর কলেজে কোর্স চালুর বিষয়টি কিছুটা অভিনবই বটে।
যুক্তরাজ্যের সিটি লিট কলেজ নামে একটি কলেজ সেলফি তোলার নানা কলাকৌশল শেখাতে এই কোর্সটি চালু করেছে বলে জানিয়েছে। কলেজের পক্ষ থেকে দাবি করা
হয়েছে, ১৬০ ডলারের এই কোর্স করলে যে কেউ তুলতে পারবে অসাধারণ সব সেলফি।
চলতি বছরের মার্চ থেকেই ‘The art of photographic self-portraiture’ নামক এই কোর্সে শিক্ষার্থী ভর্তি করতে শুরু করবে প্রতিষ্ঠানটি। মাসব্যাপী এই কোর্সে শেখানো হবে কিভাবে বিভিন্ন উপায়ে অসাধারণ সব সেলফি তোলা যায়।
Posted in: প্রযুক্তি