বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি

ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি 

স্পোর্টস ডেস্ক : তৃতীয় দিন শেষে মনে হচ্ছে বেশ ভালোই জমবে কেপটাউন টেস্ট। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েও খুব বেশি দুর এগোতে পারেনি। তারা ১২২.৪ ওভারে অলআউট হওয়ার আগে তুলতে পেরেছে ৪২১ রান

s

সেটা সম্ভব হয়েছে এবিডি ভিলিয়ার্সের ক্যারিয়ারে ২১তম সেঞ্চুরির কল্যাণে। তার এই অনবদ্য ইনিংস না এলে হয়তো আরও অনেক আগেই থেমে যেত দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৯২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে তুলেছে ৮৮ রান। এখনও ক্যারিবীয়রা পিছিয়ে রয়েছে ৪ রানে। ক্রিজে আছেন লিওন জনসন ৩৭ এবং মারলন স্যামুয়েলস ২৬ রানে।

রোববার আগের দিনের ২২৭/৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন ভিলিয়ার্স-হাশিম আমলা। ২৫৪ রানে আমলাকে দিনেশ রামদিনের ক্যাচে পরিণত করে এ জুটি ভাঙেন জেসন হোল্ডার। তার আগে ১৫০ বলে সাত চারে ৬৩ রান আসে আমলার ব্যাট থেকে। এরপর এক ফন জিল (৬৩ বলে ৩৩) ছাড়া বাকিরা উইকেটে আসা-যাওয়া করেছেন।

তবে একজন ছিলেন ব্যতিক্রম, ডি ভিলিয়ার্স। স্বভাবসুলভ ব্যাট করে তিনি ১৪৪ বলে ক্যারিয়ারে ২১ তম সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৯৪ বলে খেলেন ১৪৮ রানের ইনিংস। যেখানে ১৫ চারের পাশাপাশি ছিল একটি ছক্কা। মূলত ভিলিয়ার্সের কারণেই প্রথম ইনিংসে ৪২১রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। হোল্ডার এবং স্যামুয়েলস পান ২টি করে উইকেট।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone