পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা, নিহত ৬
ইন্টারন্যাশনাল ডেস্কঃ পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের ‘দ্ত্ত খেল’ এলাকায় মার্কিন ড্রোন হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, রোববার তালেবান গোষ্ঠীর সমর্থনপুষ্ট যুদ্ধবাজ নেতা হাফিজ গুল বাহাদুরের নিয়ন্ত্রিত এলাকায় একটি ভবন ও গাড়ি লক্ষ্য করে মার্কিন ড্রোন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে ওই প্রাণহানির ঘটনা ঘটেছে
নিহতদের সবাই সন্ত্রাসী বলে দাবি করেছেন পাকিস্তানি কর্মকর্তারা। উত্তর ওয়াজিরিস্তানের ওই এলাকাতে তালেবান ও আল-কায়েদা গেরিলারা দীর্ঘ দিন ধরে তৎপর রয়েছে। তবে বিভিন্ন নিরপেক্ষ সূত্র জানিয়েছে, মার্কিন ড্রোন হামলায় যারা হতাহত হচ্ছেন, তাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।
পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে মাঝেমধ্যেই ড্রোন হামলা চালায় আমেরিকা। ওয়াশিংটনের এ ধরনের ন্যক্কারজনক তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সরকার ও জনগণের অব্যাহত প্রতিবাদকে উপেক্ষা করছে ওবামা প্রশাসন। পাকিস্তানের ৬৬ শতাংশ মানুষ মার্কিন ড্রোন হামলাকে সমর্থন করে না। এর আগে পাকিস্তানে চালানো এক জরিপে এ তথ্য ওঠে এসেছে।