আইএসআইএল’র হামলা প্রতিহত করল ইরাক
ইন্টারন্যাশনাল ডেস্কঃ সৌদি সীমান্তে একটি সামরিক স্টেশনে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র হামলা প্রতিহত করেছে ইরাকি সেনাবাহিনী।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ইরাকের আল-আনবার প্রদেশের রাজধানী রামাদি শহরের পশ্চিমে সৌদি সীমান্তে অবস্থিত আনাজ সামরিক স্টেশনে আইএসআইএল সন্ত্রাসীরা হামলা চালায়। প্রায় দু ঘণ্টা সংঘর্ষের পর সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় দুই তাকফিরি সন্ত্রাসী নিহত ও চারজন আহত হয়। অন্যদিকে ইরাকের এক সেনা সদস্য নিহত এবং আরেকজন আহত হয়েছে
আনবার প্রদেশের রাতবা এলাকা থেকে সেনা অভিযানে উৎখাত হওয়ার পর আইএসআইএল সন্ত্রাসীরা সৌদি সীমান্তের আনাজ সামরিক স্টেশনে হামলা চালায়।
এদিকে, একই প্রদেশের আল-বাগদাদি জেলায় আইএসআইএল’র আরেকটি হামলা ঠেকিয়ে দিয়েছে ইরাকের সেনাবাহিনী। এ সময় সংঘর্ষে ২৪ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়। তার আগে তিকরিত শহর থকে অন্তত ৮০ জন বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছে আইএসআইএল সন্ত্রাসীরা।