বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » সিটিকে হারাল আর্সেনাল

সিটিকে হারাল আর্সেনাল 

স্পোর্টস ডেস্কঃ   বার্সেলোনা থেকে এই মরশুমেই আর্সেন ওয়েঙ্গারের দলে যোগ দিয়েছেন চিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্সিস স্যাঞ্চেজ৷ অসাধারণ ফর্মে রয়েছেন তিনি৷ হাল সিটির বিরুদ্ধেও সেই পরিচিত মেজাজেই পাওয়া গেল তাঁকে৷ হাল সিটির বিরুদ্ধে একটি গোল করালেন ও নিজে একটি করলেন৷ যার সুবাদে হাল সিটিকে ২-০ উড়িয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন আর্সেনাল

arsenal

প্রথমার্ধের ২০ মিনিটে স্যাঞ্চেজের বাড়ানো পাসে পার মার্টেসেকার গোল করে ব্যবধান বাড়ান৷ প্রথমার্ধ জুড়ে স্যাঞ্চেজ ও ক্যাম্পবেল ক্রমাগত বিপক্ষের রক্ষণভাগে আঘাত হানতে থাকেন৷ কিন্তু স্কোরলাইনে কোনও পার্থক্য ঘটাতে পারেননি৷যদিও গোটা ম্যাচেই সিটির ফুটবলারদের মুখ তুলতে দেয়নি স্যাঞ্চেজরা৷ ম্যাচের ৬১ মিনিটে ফের আর্সেনালের সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ চলে আসে৷ কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ৮২ মিনিটে সান্টি কাজোরলার বাড়ানো পাসে ওয়েঙ্গারের দলের জয় নিশ্চিত করে স্যাঞ্চেজের গোল৷

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone