আফগানিস্তানেই থাকবে মার্কিন সেনা
ইন্টারন্যাশনাল ডেস্কঃ অর্ধেকেরও বেশি যুক্তরাষ্ট্রের নাগরিক মনে করেন আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলেও মার্কিন সেনাদের এখনো আফগানিস্তানেই থাকা উচিত। ওয়াশিংটন পোস্টের-এবিসি নিউজ জরিপে এমনটি জানা যায়। জরিপের ফলাফল গত রবিবার প্রকাশিত হয়েছে।
ওয়াশিংটন পোস্টের-এবিসি নিউজ ভোটে দেখা যায়, ৫৪ শতাংশ মার্কিন নাগরিকের ইচ্ছা তাদের সেনাবাহিনী যেনো আফগানিস্তানে থাকে এবং আফগান সেনা সদস্যদের প্রশিক্ষণ দেয়।
জরিপের এমন ফলাফল অনেকেই অবাক করে দিয়েছে। কারণ এর আগে পরিচালিত বিভিন্ন জরিপে দেখা গেছে, আফগান যুদ্ধের বিষয়ে সাধারন মার্কিনীদের সমর্থন কমছে।
এমনকি অনেক জরিপে দেখা গেছে, একজন মার্কিন সেনাও আফগানিস্তানে থাকবে এমনটি চায় না অনেক যুক্তরাষ্ট্রের সাধারন নাগরিক।
কিন্তু এবিসি-র বর্তমান জরিপে এ চিত্রের পরিবর্তন হয়েছে। বর্তমানে ৬৬ শতাংশ মার্কিনী আফগান যুদ্ধের পক্ষে মতামত দিয়েছে। এছাড়া ৫২ শতাংশ ডেমোক্রেট এবং ৫১ শতাংশ সাধারন নাগরিক আফগানিস্তানে মার্কিন সেনা সদস্য থাকার পক্ষে মত দিয়েছেন।
এদিকে রিপাবলিকানরা এখন যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিয়ন্ত্রণ করছে। রিপাবলিকানরা যুদ্ধ খাতে বরাদ্দ বাড়ানোর পক্ষে মত দিয়েছে।
২০১০ এবং ২০১১ সালে আফগানিস্তানে এক লাখ মার্কিন সেনা ছিলো। কিন্তু ২০১৫ সালে এই সংখ্যা কমে দশ হাজারে নেমে এসেছে। আগামী বছরে মার্কিন সেনার সংখ্যা আরও অর্ধেকে নেমে আসবে।