ফখরুলকে পুলিশে দেওয়ার আহ্বান হানিফের
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফেরারি ও ওয়ারেন্টভুক্ত আসামি আখ্যায়িত করে তাকে পুলিশের হাতে তুলে দিতে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।তিনি বলেছেন,‘ প্রেস ক্লাব সাংবাদিকদের জায়গা। সেখানে একজন ফেরারি, ওয়ান্টেড আসামি কেন লুকিয়ে থাকবে?
প্রেস ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ জানাব, এই আসামিকে পুলিশের হাতে তুলে দিন।’বঙ্গবন্ধু এ্যাভিনিউতে মঙ্গলবার সকালে অবরোধ প্রত্যাখ্যান করে মহানগর আওয়ামী লীগের জমায়েতে সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।মাহবুব-উল আলম হানিফ বলেন,‘ খালেদা জিয়া কর্মসূচি দিয়েছিলেন। তার কর্মসূচিতে তার দলের নেতাকর্মীরাই মাঠে নামেননি। এই ক্ষোভে তার নির্দেশে তার দলের সন্ত্রাসীরা গাড়ি পুড়িয়েছে। এভাবে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে। হানিফ বলেন,‘ কর্মসূচি ব্যর্থ হওয়ায় খালেদা জিয়া আবার অবরোধ ডেকেছেন। কিসের অবরোধ? কোথায় অবরোধ হচ্ছে? দেশের জনগণ ঘৃণাভরে এই অবরোধ প্রত্যাখ্যান করেছে।’তিনি বলেন,‘ খালেদা জিয়া দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন। এজ্যনই অবরোধ ডেকেছেন। জনগণ যুদ্ধাপরাধী, রাজাকারদের অবরোধ মানে না। ’