রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবানে ফ্রান্স
ইন্টারন্যাশনাল ডেস্কঃ রাশিয়ার ওপর আরোপিত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ফ্রান্স। চলতি মাসে রাশিয়ার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যদি ইউক্রেন সংকট মোকাবিলার পথ বের করা যায়, তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ।
রাশিয়ার ওপর থেকে কোন ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বলেছেন ওঁলাদ, তা তিনি পরিষ্কার করেনি। গত বছরের মার্চ মাসে ইউক্রেন থেকে ক্রিমিয়া বিচ্ছিন্ন হয়ে রুশ ফেডারেশনে যোগ দেওয়ার পরই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপরও তিন দফায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়।ওঁলাদ বলেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাকে জানিয়েছেন, তিনি ইউক্রেনের পূর্বাঞ্চল বিখ-িত করতে চাননি।’এদিকে রাশিয়ার ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ না করতে পশ্চিমাদের হুঁশিয়ারি করে দিয়েছেন জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল। তিনি বলেছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্য ছিল, তারা যেন ইউক্রেন বিষয়ে সমঝোতায় আসে, আলোচনার টেবিলে বসে। কিন্তু পশ্চিমাদের কিছু পদক্ষেপ দেখে মনে হচ্ছে, তারা রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দিতে চাইছে