ভারতকে হারিয়ে ইতিহাস বদলাতে চান শহিদ আফ্রিদি
স্পোর্টস ডেস্কঃ আসন্ন বিশ্বকাপে ভারতকে হারিয়ে ইতিহাস বদলাতে চান পাকিস্তানে অলরাউন্ডার শহিদ আফ্রিদি।ভারত-পাকিস্তান বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে এ পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়। ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩ ও ২০১১ সালে। তবে প্রতিবারই ভারতের কাছে পরাজয় বরণ করে পাকিস্তান।আসন্ন বিশ্বকাপের চতুর্থ ম্যাচে ১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান
ওই ম্যাচে ভারতকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস বদলাবে পাকিস্তান, এমনটাই মনে করছেন দেশটির নন্দিত অলরাউন্ডার শহিদ আফ্রিদি।এই মুহূর্তে বিশ্বকাপ নিয়ে ভাবছেন আফ্রিদি অ্যান্ড কোং। সেখানে পাকিস্তানের সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে ভারতের কাছে। সেই ম্যাচ নিয়ে আফ্রিদির ভাষ্য, ‘বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারিনি আমরা। অনেক হয়েছে, আর নয়। কিন্তু ২০১৫ বিশ্বকাপে পাক-ভারত ম্যাচের ইতিহাস বদলে দেওয়া উচিত। প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে আমরা ইহিতাস বদলে দেব।১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে পাকিস্তান। আসন্ন বিশ্বকাপও হবে সেই দেশেই। তাই শিরোপা জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী আফ্রিদি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, নিজেদের মাটিতে অস্ট্রেলিয়া খুবই বিপজ্জনক দল।এ ছাড়া আসন্ন বিশ্বকাপে নিউজিল্যান্ডও ত্রাস ছড়াবে। সংযুক্ত আরব আমিরাতে যেভাবে পাকিস্তানকে হারিয়েছে, ঘরের মাঠেও একই ফল নিয়ে আসতে চাইবে তারা। এদিকে দক্ষিণ আফ্রিকাও ফেবারিটের তালিকায় থাকবে। আশা করছি, ১৯৯২ সালের পুনরাবৃত্তি ঘটিয়ে শিরোপা ঘরে তুলবে পাকিস্তান।