ভারতে নতুন আট হাজার কর্মী নিয়োগ দেবে অ্যামাজন
প্রযুক্তি ডেস্কঃ ভারতে নতুন আট হাজার কর্মী নিয়োগ দেবে অ্যামাজন। সেবার ক্ষেত্র বাড়ানোর পাশাপাশি পণ্য সরবরাহ সেবাকে আরো উন্নত করতে নতুন কর্মী নিয়োগ দেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।বর্তমানে ভারতে প্রতিষ্ঠানটির প্রায় ছয় হাজার কর্মী রয়েছে। অ্যামাজন ইন্ডিয়া তাদের কর্মী সংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ১৪ হাজার করার পরিকল্পনা করছে
আগামী জুলাই নাগাদ এ কর্মী নিয়োগ দেয়া হবে। তবে প্রতিষ্ঠানটির আরেক সূত্র জানিয়েছে, ভারতে আগামী মার্চ নাগাদ নয় হাজার কর্মী নিয়োগ দেয়া হতে পারে।এতে করে ভারতের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে কর্মী সংখ্যার দিক দিয়ে শীর্ষে উঠে আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি।উল্লেখ্য, গত বছর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজস ভারত সফর করেছেন। সে সেময় বেজস দেশটিতে বিপুল বিনিয়োগের সম্ভাবনার কথাও জানান। ধারণা করা হচ্ছে অ্যামাজন দেশটির ই-কমার্স বাজারে আধিপত্য বিস্তারের জন্যই বিনিয়োগ বৃদ্ধি করছে।এদিকে ভারতে কর্মী সংখ্যার দিক দিয়ে ১২ হাজার কর্মী নিয়ে শীর্ষে রয়েছে স্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্ট। নতুন কর্মী নিয়োগ দেয়ার ফলে অ্যামাজন কর্মী সংখ্যার দিক দিয়ে ফ্লিপকার্টকে ছাড়িয়ে যাবজনবহুল হওয়ার কারণে ভারত ও চীনের মতো দেশ ই-কমার্স ব্যবসার জন্য উত্কৃষ্ট বাজার। এ ধরনের বাজারে বিনিয়োগের মাধ্যমে বিপুল অঙ্কের মুনাফা ঘরে তুলতেই কাজ করে যাচ্ছে অ্যামাজনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো।