বিগ ব্যাশে বুধবারই মাঠে নামছেন সাকিব
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন সাকিব আল হাসান। রোববার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়েন তিনি। সোমবার গভীর রাতে মেলবোর্ন পৌঁছান বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিগ ব্যাশে দ্বিতীয়বারের মতো খেলছেন সাকিব। গতবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেললেও এবার মেলবোর্ন রেনিগেইডসের জার্সি গায়ে জড়াবেন সাকিব।
মঙ্গলবার সকালে মেলবোর্ন রেনিগেইডস স্কোয়াডে যোগ দিয়েছেন সাকিব। দলের সঙ্গে অনুশীলন করার কথা রয়েছে তার। বুধবারই তিনি মাঠে নামবেন। সাকিবের দলের প্রতিপক্ষ হোবার্ট হ্যারিকেন্স। মেলবোর্ন রেনিগেইডসের ওয়েবসাইটে সাকিবের একাদশে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাকিবের সঙ্গে এই ম্যাচে মাঠে নামবেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্ট্রোকস। বিগ ব্যাশে ৪ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে মেলবোর্ন রেনিগেইডস। পয়েন্ট মাত্র ২।