সময়ের আবেদন খালেদা জিয়ার
রোকন উদ্দিনঃ দুই দুর্নীতি মামলায় হাজিরার ধার্য দিনে আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার অসুস্থতা ও চার দিন ধরে অবরুদ্ধ থাকার বিষয়টি জানিয়ে সময়ের আবেদন করেছেন আইনজীবীরা। ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে তৃতীয় বিশেষ আদালতের অস্থায়ী এজলাসে জিয়া এতিমখানা ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলছে। অসমাপ্ত সাক্ষ্য শেষ করার জন্য মামলা দুটির বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদও আদালতে উপস্থিত আছেন।
বিচারক আবু আহমেদ জমাদার বুধবার সকালে এজলাসে আসার পর খালেদার পক্ষে সাক্ষ্য পেছানোর আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও মহসিন মিয়া।
আইনজীবীরা বলেন, খালেদা জিয়াকে গত ৩ জানুয়ারি থেকে তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। গেইটেও তালা দিয়ে রাখা হয়েছে। তাছাড়া তিনি অসুস্থ। এ কারণে বিএনপি চেয়ারপারসনের পক্ষে আদালতে আসা সম্ভব ছিল না উল্লেখ করে তারা সময় চান।
অন্যদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়া ইচ্ছা করলেই আসতে পারতেন, তার আইনজীবীরা অজুহাত দিচ্ছেন। শুনানি শেষে বিচারক বিষয়টি আদেশের অপেক্ষায় রাখেন। সর্বশেষ গত ২৭ ডিসেম্বর খালেদা এ দুই মামলায় আদালতে হাজির হন। ওইদিন তার হাজিরাকে ঘিরে ওই এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।