আত্নসমর্পণ করলেন রুবেল
স্পোর্টস ডেস্কঃ মডেল তরুণী ও ছোটপর্দার মুখ নাজনীন আক্তার হ্যাপীর দায়ের করা ধর্ষণ মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেছেন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়ার্ডে থাকা জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রুবেল হোসেন। মঙ্গলবার দুপুরেই তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান। সেখানে আশিকুর রহমানের আদালতে তিনি আত্মসমর্পণ করেন।আত্মসমর্পণের পরে তিনি আদালতে ফের জামিন আবেদন করেন। এর আগে আদালত থেকে ৪ চার সপ্তাহের আগাম জামিন শেষ হওয়ায় তিনি নতুন করে এ জামিন আবেদন করেন।এর আগে এ মামলায় হাইকোর্ট থেকে নেয়া জামিনের মেয়াদ শেষ হচ্ছে আজ
তাই উচ্চ আদালতের নির্দেশ অনুয়ায়ী আজ তিনি সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। একই সঙ্গে জামিন প্রার্থনা করেন তিনি। তার আবেদনের শুনানি বিকালেই অনুষ্ঠিত হওয়ার কথা।হ্যাপি আর রুবেলকে নিয়ে নিয়ে এর আগে যা হয়েছে তা হয়তো সবাই অবগত আছেন। তবে রুবেল ও হ্যাপি শিগগিরই মুখোমুখি হচ্ছেন বলে গণমাধ্যমে প্রকাশ করা হয়। রুবেল গতকাল বিশ্বকাপ স্কোয়াডে বাংলাদেশ টিমে নাম লেখিয়েছেন। আর তাতে হ্যাপির আপত্বিও রয়েছে। কিন্তু বিসিবি আগেই ঘোষণা দিয়েছিল হ্যাপি-রুবেলের কাহিনী বাংলাদেশ টিমে প্রভাব ফেলবে না।সেদিক থেকে এক রকম চমক দেখিয়েছেন রুবেল। আগামী ১৩ জানুয়ারি ফের দেখা হতে চলেছে হ্যাপি ও রুবেলের৷ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়েছে রুবেল হোসেন।তবে কোনও পার্ক বা নির্জন ফ্ল্যাটে নয়, এবার তারা মুখোমুখি হবেন আদালতে৷ হাইকোর্টের দেওয়া চার সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় ওই দিন বাংলাদেশের পেসার রুবেল গ্রেফতার স্থায়ী জামিনের জন্য আবেদন করতে যাবেন নিম্ন আদালতে।এবং রুবেলের জামিনের বিরোধিতা করতে আইনজীবীকে নিয়ে আদালতে যাবেন ঢালিউডের উঠতি অভিনেত্রী নাজনিন আখতার হ্যাপি।হ্যাপির পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত বিষয়টি সেরে ফেলা হয়েছে৷ হ্যাপি এই নিয়ে তার আইনজীবীদের সঙ্গে পাকা কথাবার্তাও বলেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে হ্যাপি বলেন,‘আগামী ১৩ জানুয়ারি কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেখি ওই দিন কি হয়। ওই দিন আদালতের সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’মামলা দায়ের পর রাত সাড়ে ৭টার দিকে নায়িকা হ্যাপীকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়। পরদিন ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সি বিভাগে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানে হ্যাপির সাথে অনেক ছেলেদেরই মেলামেশার বিষয়টি উঠে আসে।বিশ্বকাপে চমক দেখাতে চান পেসারদের স্বর্গরাজ্য রুবেল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উইকেট মানেই বাউন্সি। তাই এমন উইকেটে চমকই দেখাতে চান তিনি। রোববার মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এভাবেই নিজের স্বপ্নে কথা জানান রুবেল।তবে রুবেল আগেই গণমাধ্যমকে শর্ত জুড়ে দেন হ্যাপী ইস্যুতে কোনো প্রশ্ন করা যাবে না। তিনি শুধু কথা বলেন বিশ্বকাপ প্রসঙ্গে। আসন্ন ক্রিকেট বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন রুবেল হোসেন। তার বিশ্বাস বিশ্বকাপের চূড়ান্ত দলেও জায়গা করে নিতে পারবেন।প্রেমিকার করা ধর্ষণ মামলার পর তিনি লোকচক্ষুর অন্তরালে ছিলেন বেশ কিছুদিন। অবশেষে রোববার মিরপুরে আসেন তিনি। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মিরপুরে কঠোর অনুশীলন করেন।দুপুর আড়াইটায় মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে শুরু করেন তিনি। অনুশীলনে বিরতিহীন ভাবে টানা ২০ওভার বল করেছেন তিনি। এসময় অনুশীলনে ফুরফরে মেজাজেই দেখায় রুবেলকে।আসন্ন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে রুবেল বলেন, বিশ্বকাপের ৩০ জনের দল ঘোষণা করা হয়েছে। আমি আশা করি, বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকতে পারব। জিম্বাবুয়ে সিরিজে মোটামুটি ভালই পারফর্ম করেছি। প্রিমিয়ার লিগে বেশ কিছু ম্যাচে খেলেছি। সেখানেও বেশ ভাল বল হয়েছে। তবে সবকিছুই নিভর্র করবে নির্বাচকদের ওপর। আমি চেষ্টা করব সুপার লিগে ভাল কিছু করার, যাতে করে দলে জায়গাটা পাকাপোক্ত করতে পারি। বিশ্বকাপ খেলা প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন। আমিও সেই স্বপ্ন দেখছি। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে স্পিনারদের চেয়ে পেসারদের ওপর বাড়তি কোন চাপ থাকবে কি না?রুবেল আরও বলেন, অস্ট্রেলিয়া যে সিরিজগুলো হচ্ছে সেখানে পেস বোলাররা সুবিধা নিয়ে থাকে। ওখানে তিনটা-চারটা পেস বোলার খেলায়। ওভাবেই হয়তো আমাদের দল গঠন করা হবে। সেখানে আমাদের ওপর দায়িত্ব থাকবে বেশি। কারণ অস্ট্রেলিয়ার উইকেট পেস সহায়ক হয়। আর সে ভাবেই মনে হয় আমাদের পেসারদের সেটাপ করা হবে।বিশ্বকাপে দলে সুযোগ পেলে ব্যাক্তিগত লক্ষ্যও রয়েছে তার। শুধুই তাই নয়। দেশের হয়ে অস্ট্রেলিয়ার উইকেটে চমক দেখাতে চান তিনি। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় দলের পেসার বলেন, বিশ্বকাপে খেলার সুযোগ পেলে, অবশ্যই দেশের জন্য খেলবো। বিশ্বকাপে এমন কিছু করতে চাই যা দেশের মানুষ মনে রাখে।প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর বিকালে প্রতারণা করে শারিরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ করে রুবেলের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী।রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন ৯/১ ধারায় মামলাটি দায়ের করেন মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপী।সেদিন শনিবার সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়, যার নম্বর- ৩৭।মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মাঈনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছিলেন।