জাপানের বাজারে চীনাদের চালাকি
ইন্টারন্যাশনাল ডেস্কঃ চীনে তৈরি যেসব পোশাক জাপানে বিক্রি হচ্ছে সেগুলো থেকে ‘মেইড ইন চায়না’ লেবেল খুলে ফেলা হচ্ছে। জাপানে তৈরি পোশাক পণ্যের বিক্রি বাড়াতে চীনে পোশাক প্রস্তুতকারক ব্যবসায়ীরা ওই লেবেল ব্যবহার বন্ধ করে দিয়েছেন বলে খবরে বলা হচ্ছে। সাউথ চায়না মর্নিং পোস্টের ওয়েবসাইটে এই খবর দেয়া হয়েছে।তারা বলছে, জাপানিদের মধ্যে একটা ধারণা হচ্ছে যে, চীনা পোশাকের গুণগত মান খুব নিচু
এ কারণেই ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন।‘মেইড ইন চায়না’ লেবেলের পরিবর্তে পোশাকের লেবেলে চালাকি করে বলা হচ্ছে ‘মেইড ইন পিআরসি।’পিআরসি অর্থাৎ পিপলস রিপাবলিক অফ চায়না। সরাসারি চীনের নামটা এড়াতেই এই কৌশল।কারণ অনেক জাপানি ক্রেতাই এই পিআরসি বলতে কি বোঝায় সেটা বুঝতে পারে না।জাপানের কনজ্যুমার্স অ্যাফেয়ার অ্যাজেন্সি বলছে, এই লেবেলের অনুবাদেই আসল তথ্যটা হারিয়ে গেছে। কিন্তু তারপরেও চীনা কোম্পানিগুলো তাদের পণ্যের লেবেল পরিবর্তন করছে।এর জবাবে জাপানের পোশাক প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা নিজেদের মতো করে নতুন একটি লেবেলের পরিকল্পনা করছেন।তাদের কাপড়ের লেবেলে লেখা হবে ‘জে কোয়ালিটি।’ অর্থাৎ গুণগত দিক থেকে এটা জাপানি মানের।কিউডো বার্তা সংস্থার রিপোর্টে বলা হচ্ছে, জাপানিরা যাতে নিজেদের দেশের পণ্য কিনতে আগ্রহী হন সেজন্যে এই কৌশল।জাপানি ব্যবসায়ীরা আশা করছেন, এর ফলে ভোক্তারা তাদের পণ্যের প্রতি আকৃষ্ট হবেন।তারা বলছেন, এর ফলে সস্তায় চীনা পণ্য কেনার পরিবর্তনে কিছুটা বেশি পয়সা খরচ করে ক্রেতারা উন্নতমানের জাপানি পণ্য কিনতে আগ্রহী হবেন।পূর্ব চীন সাগরে কিছু দ্বীপের মালিকানা নিয়ে সম্প্রতি চীন ও জাপানের সম্পর্কে চিড় ধরেছে।গবেষণায় দেখা যাচ্ছে, এই বিরোধকে কেন্দ্র করে চীন সম্পর্কে জাপানিদের মনোভাব দিনে দিনে আরো খারাপ হচ্ছে।