খালেদার মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর নির্দেশ
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ব্যক্তিগত হাজিরা থেকে আজকের মতো অব্যাহতি দিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল মামলার সাক্ষ্যগ্রহণ পেছাতে সময়ের আবেদন নামঞ্জুর করে শুনানি শুরুর নির্দেশ দেয় আদালত।তবে আদালত খালেদার অনুপস্থিতিতেই সাক্ষ্যগ্রহণ করার আদেশ দিলেও আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন জানায় তার আইনজীবীরা।এখন রিভিউ আবেদনের শুনানি চলছে বলে জানা গেছে।এর আগে দুই মামলার শুনানি মুলতবির আবেদন করেন তাঁর আইনজীবী। বুধবার সকালে রাজধানীর বকশিবাজারে বিশেষ আদালতে এ আবেদন দায়ের করা হয়
আবেদনে পরবর্তী দিন ঠিক করার কথা বলা হয়।এদিকে অসুস্থতার জন্য আদালতে যাননি খালেদা জিয়া। আজ বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই দুর্নীতি মামলার শুনানি হওয়ার দিন ধার্য রয়েছে।অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে যাবেন না বলে তার আইনজীবীরা জানিয়েছেন। এ কারণে মামলার কার্যক্রম মুলতবি চেয়ে সময়ের আবেদন করা হয়অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া খালেদার আদালতে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রেখেছে। তিনি আদালতে যাবেন কিভাবে? তাছাড়া তিনি গুরুতর অসুস্থ।তিনি বলেন, আমরা যেন মামলা পরিচালনা না করতে পারি, সেজন্য সরকার আমাদের বিরুদ্ধেও মামলা দিয়েছে। আমার নামে মামলা হয়েছে, খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকনের নামেও মামলা হয়েছে। তাই আমরাও আদালতে যাচ্ছি না। অন্য আইনজীবীদের দিয়ে সময়ের আবেদন করানো হরাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ অস্থায়ী আদালতে দুর্নীতির মামলা দু’টির বিচার চলছে। বুধবার সকাল ১১টায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রথম সাক্ষী ও বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদের অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের কথা ছিল।