বিয়ে করেছেন ইমরান খান
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ইমরান খানের বিয়ে নিয়ে রক্ষণশীল দেশটিতে বেশ আলোচনা হচ্ছে। ইসলাম ধর্ম মতে একাধিক বিয়ে দোষের কিছু না হলেও, ইমরান খানের মতো ব্যক্তির এই বয়সে বিয়ে অনেকেই ভালো চোখে দেখছেন না
বিশেষ করে বর-কনের পরিবারের লোকজন। ইমরানের বোন তো ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকবেন না। এমনকি ভাবীর মুখও দেখবেন না।গতকাল ৬২ বছর বয়সী ইমরান নিজেই স্বীকার করেছেন তার বিয়ের কথা। কনের বয়স ৪২। পেশায় সাংবাদিজীবনের পড়ন্ত বিকেলে বিয়ে করায় দুই একজন ইমরানের দিকে বাঁকাচোখে তাকালেও ইমরান তাদের থোড়াই কেয়ার করছেন। দাপটের সঙ্গে বলছেন, ‘বিয়ে করেছি। কোনো দোষ করিনি। আমি কিছু লুকাতে চাই না। তাড়াতাড়ি দেশবাসীকে নিয়ে বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে চাইএদিকে ইমরানের নতুন বউও ইমরানকে পেয়ে যেন হাতে চাঁদ পেয়েছেন। বিয়ের পর টুইটারে তিনি লিখেছেন, ‘যেসব পাকিস্তানি আমাকে সুন্দর বার্তা পাঠিয়ে অভিবাদন জানিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের বার্তা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আশা করি ইমরান তার নতুন জীবনে সুখী হবে।’
Posted in: খেলা