নতুন প্রেমে ব্রাজিল সুপারস্টার নেইমার
স্পোর্টস ডেস্কঃ নতুন বছরের শুরুতে নতুন প্রেমে মজেছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যম ফলাও করে প্রচার করছে নেইমারের নতুন প্রেমিকার কথা। সংবাদমাধ্যমের দাবি, বয়সে চার বছরের বড় এলিজাবেথ মার্টিনেজের সঙ্গে ইদানীং চুটিয়ে প্রেম করছেন নেইমার। মার্টিনেজ পেশায় একজন আইনজীবী।
তবে বিষয়টি যে কোনও গুজব নয় তার প্রমাণ স্বয়ং নেইমারের টুইট। সেখানে ২৬ বছর বয়সী মার্টিনেজের দুটি ছবি পোস্ট করেছেন নেইমারফুটবলই নেইমারের সম্পদ। ঠিক তেমনই তাঁর ‘প্রাক্তন’ বান্ধবী সোরাজা ভুসিলিচের অহংকার তাঁর নিটোল শরীর। ২০১৩-তে নেইমার-ভুসিলিচের সাক্ষাৎ হয়েছিল। তারপর থেকেই সার্বিয়ান বান্ধবীর প্রেমে এতদিন হাবুডুবু খেয়েছেন ব্রাজিলের সুপারস্টার।
Posted in: খেলা