এপ্রিলে আইসিসির সদস্য হবে ফিলিস্তিন
ইন্টারন্যাশনাল ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ সত্ত্বেও জাতিসংঘের অঙ্গ সংস্থা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য হিসেবে যোগ দিতে চলেছে ফিলিস্তিন। এপ্রিলে আইসিসিতে যোগ দেবে দেশটি
ফিলিস্তিনের আইসিসির সদস্যপদ পাওয়ার বিষয়ে বুধবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, চলতি বছরের ১ এপ্রিল থেকে এই সংস্থার সদস্য হিসেবে যোগ দিতে পারবে ফিলিস্তিন। আইসিসিতে যোগ দেওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলতে পারবে ফিলিস্তিন।আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।গত শুক্রবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আইসিসির সদস্যপদ পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এর পর দিন আইসিসির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন আব্বাস। অবশ্য একই দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব জমা দেন তিনি। এই প্রস্তাবের মূল কথা, আগামী তিন বছরের মধ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। কিন্তু ভোটাভুটির পর এই প্রস্তাব আপাতত বাদ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের কঠোর বিরোধিতার কারণে প্রস্তাবটি পাস হয়নি।