বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের দল ঘোষণা
স্পোর্টস ডেস্কঃ আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কোনো চমক না থাকেলেও দলে জায়গা হয়নি ফাওয়াদ আলম ও উমর গুলের।পেসার উমর গুল ও ফাওয়াদ আলম বাদ গেলে দলে ফিরেছেন পেসার সোহাইল খান। পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০১১ সালে আন্তর্জাতিক ম্যাচে
খেলেছেন তিনি। সম্প্রতি লিস্ট ‘এ’র ম্যাচে দারুণ পারফর্ম করেছেন তিনি। কায়দে-আজম গোল্ড লিগে সর্বোচ্চ উইকেট নিয়েছেন সোহাইল। ১১টি ম্যাচ খেলে পেয়েছেন ৬৪টি উইকেট।সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফর্ম করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান। এ জন্য বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে তাকে রেখেছেন নির্বাচকরা। তবে বাদ পড়েছেন শোয়েব মালিক, আনোয়ার আলী, আসাদ শফিক, নাসির জামশেদ, সোহেল তানভীর ও জুলফিকার বাবর।পাকিস্তান দল : আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইউনিস খান, হ্যারিস সোহাইল, মিসবাহ উল হক, উমর আকমল, শোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, এহসান আদিল, সোহাইল খান ও ওয়াহাব রিয়াজ।