হারানো বস্তু খুঁজে বের করবে ডিজিটাল ট্যাগ ট্রেকার
প্রযুক্তি ডেস্কঃ বর্তমানে অনেক অ্যাপ রয়েছে যা ওয়াই ফাই, ব্লুটুথ এবং জিপিএস এর সাহায্যে হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে সাহায্য করে। সম্প্রতি লাস ভেগাসের কনজিউমার ইলেকট্রনিক্স শোতে ডিজিটাল ট্যাগ ট্রেকার প্রদর্শন করা হয় যার নাম দেয়া হয় ট্রেকার ব্রাভো।ট্রেকার প্রতিষ্ঠানটি হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার ধারণা আরও
প্রসারিত করতে এক নতুন উদ্যোগ নিয়েছে তাদের মতে শুধু ফোন কেন এমন একটি ট্রেকার তারা নির্মাণ করেছে যা কিনা যেকোনো বস্তু ট্র্যাক করতে পারবে।এতে একটি ডিজিটাল ট্যাগ সিস্টেম ব্যবহার করা হয় যা দ্বারা হারিয়ে যাওয়া যেকোনো বস্তুর অবস্থান মোবাইল ডিভাইসের সাহায্যে খুঁজে পাওয়া যাবে।