বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » চ্যালেঞ্জের মুখে রাজাপক্ষে

চ্যালেঞ্জের মুখে রাজাপক্ষে 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ      শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটায় দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে। তৃতীয় দফায় প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়ার ক্ষেত্রে রাজাপক্ষেকে বিরোধী প্রার্থীর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। আশা করা হচ্ছে, আগামীকাল শুক্রবার নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।
 raja

২০০৫ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন রাজাপক্ষে। ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের চূড়ান্তভাবে দমন করেন তিনি। এরপর বিপুল জনপ্রিয়তা নিয়ে ২০১০ সালে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। তৃতীয়বার ক্ষমতায় আসতে বর্তমান মেয়াদ পূরণের দুই বছর আগেই তিনি আগাম নির্বাচন দিয়েছেন।এদিকে  জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ব্যর্থতা, দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতা কুক্ষিগত করা, স্বেচ্ছাচারিতা, স্বাধীন বিচারব্যবস্থায় হস্তক্ষেপসহ নানা কারণে সমালোচিত রাজাপক্ষে।এমন প্রেক্ষাপটে ক্ষমতাসীন দল ও স্বাস্থ্যমন্ত্রীর পদ ছেড়ে বিরোধী জোটের প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে নেমেছেন মাইথ্রিপালা সিরিসেনা। নিজ দলের সাবেক এই জ্যেষ্ঠ রাজনীতিকই এখন রাজাপক্ষের প্রধান প্রতিদ্বন্দ্বী।নির্বাচনে সিরিসেনার সঙ্গে শ্রীলঙ্কার প্রায় এক দশকের একচ্ছত্র অধিপতিকে সত্যিকার অর্থেই এক কঠিন লড়াইয়ে নামতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।কৃষক পরিবার থেকে রাজনীতিতে আসা সিরিসেনার প্রতি জনগণের একটা অংশের জোরালো সমর্থন রয়েছে।তামিলদের প্রধান দলসহ বিরোধী দলগুলো ৬৩ বছর বয়সী এই রাজনীতিককে সমর্থন দিয়েছে। নির্বাচনে ভাগ্য নির্ধারণে তামিলরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone