অবশেষে খুলে গেল গুলশান কার্যালয়ের তালা
নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের মূল ফটকের তালা খুলে দিল পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তালা খুলে দেওয়া হয়। তবে কার্যালয় ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান আগের মতোই রয়েছে। গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনকে ভেতরে রেখে প্রাধন ফটকে তালা দেয় পুলিশ
চার দিন পর কার্যালয়ের তালা খুলে দিলেও এখনো ভেতরে রয়েছেন খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কার্যালয়ে কর্মকর্তা এম এ কাইয়ুম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার, শামসুল আল আমীন ডিউ। এ ছাড়া অফিস সহকারী ও চেয়ারপারসনের নিরাপত্তা স্কোয়াডের সদস্যরা রয়েছেন।