হরতালে ছাত্রদলের মিছিল, ককটেল বিস্ফোরণ
সিলেট প্রতিনিধিঃ সিলেট বিএনপির ডাকা হরতাল চলছে সকাল থেকে। হরতালের শুরুতেই নগরীর চৌহাট্টা এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা ঝাটিকা মিছিল করেছে। এ সময় মিছিলকারীরা ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর আলিয়া মাঠের পাশে এ ঘটনা ঘটে।জানা গেছে, ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও সিলেট বিএনপির ডাকা হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর চৌহাট্টা আলিয়া মাঠের পাশে একটি ঝটিকা মিছিল বের করে জেলা ও
মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীরা ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে তারা পালিয়ে যায়।মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা লিটন আহমদ, জাহেদ তালুকদার, আব্দুর রউফ, আহাদুর রহমান, নাহিদ আহমদ মন্টি, রুমন আহমদ রাজু, শাহিন আহমদ প্রমুখ।সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, মিছিলের খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। তবে সেখান থেকে কাউকে আটক করা যায়নি।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বুধবার সিলেট মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে বিএনপি।