এবার লুকানো ছবির হদিশ দেবে ফেইসবুক!
প্রযুক্তি ডেস্কঃএবার ফেইসবুকের হিডেন বা লুকানো ছবির হদিশ দেবে নতুন অ্যাপ। এই অ্যাপের নাম ‘পিকচারবুক’। এটির মাধ্যমে ব্যবহারকারীরা আপনার ফেইসবুকের হিডেন ছবিগুলি দেখতে পারবেন
তবে অ্যাপ কতৃপক্ষ জানিয়েছে, এক্ষেত্রে ফেইসবুক ব্যবহারকারীর প্রাইভেসি গুরত্ব দেওয়া হবে। যদিও এই অ্যাপ কতৃপক্ষের ব্যাখ্যাটি প্রযুক্তিগত ভাবে সত্যি তবে এটি কিছুটা বিভ্রান্তিকর।কোনও অ্যাপ বা ব্রাউজার অন্যের ছবি প্রাইভেসি সেটিং পরিবর্তন করতে পারে না। পিকচারবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাপের মাধ্যমে কেবল ফেইসবুকে যেসব ছবি টাইমলাইনে অন্যকে ট্যাগ করা অথবা সেটিংসের মাধ্যমে আপনাকে ছবি দেখা থেকে ব্লক করে রাখা ছবি গুলি দেখা যাবে।
Posted in: প্রযুক্তি