হৃতিকের জন্মদিন আজ
বিনোদন ডেস্কঃ একেবারে ছোটবেলা থেকেই অভিনয়ের সাথে যুক্ত ছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। বলিউডে শেষবার প্রেমের জোয়ার এনেছিলেন তিনিই। আজ এ অভিনেতার জন্মদিন। ৪০ বছর পেরিয়ে আজ ৪১-এ পা দিলেন তিনি।
পরিচালক বাবার দৌলতে ছোটবেলা থেকেই দেখেছেন সিনেমার খুঁটিনাটি। তখন অভিনয় শিখেছেনও। তবে সুযোগ ছিল বলেই অযথা সুযোগ নেননি। নিজেকে তৈরি করেছেন। অভিনয়ের পাশাপাশি বলিউডি সিনেমার অন্যান্য ফ্যাক্টরগুলোকেও আয়ত্ত করেছেন।রাকেশ রোশন যখন ‘কহো না পেয়ার হ্যায়’ বানাবেন মনস্থির করেছিলেন তখন খান হিরোদের বদলে নতুন মুখ চাইছিলেন। সেই জায়গাতেই দর্শকদের সামনে আসেন হৃতিক।
Posted in: বিনোদন