জসীম পল্লীমেলা শুরু হচ্ছে আজ
ডেস্ক রিপোর্টঃপল্লীকবি জসীমউদদিনের জন্মবার্ষিকী উপলক্ষে পক্ষকালব্যাপী জসীম পল্লীমেলা শুরু হচ্ছে আজ শনিবার। কবির বাড়ি সংলগ্ন জসীম উদ্যানে এ মেলা অনুষ্ঠিত হবে
।
জসিম ফাউন্ডেশনের সভাপতি ও ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী জানান, শনিবার বিকালে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু জসীম পল্লীমেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
ফরিদপুরের সর্ববৃহৎ এই পল্লীমেলার মাঠে থাকছে দুই শতাধিক স্টল। পুতুল নাচ, সার্কাস, নাগরদোলা, মটরসাইকেলের কসরতসহ নানা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। হাজার হাজার দর্শনার্থীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।