শ্রীলঙ্কার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মাইথ্রিপালা সিরিসেনা
ইন্টারন্যাশনাল ডেস্কঃ শ্রীলঙ্কার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মাইথ্রিপালা সিরিসেনা। শুক্রবার রাজধানী কলম্বোয় এ শপথ অনুষ্ঠান হয়।
মাহিন্দা রাজাপাকসে সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী সিরিসেনা প্রেসিডেন্ট নির্বাচনে শতকরা ৫২.২৮ ভাগ ভোট পান।
শপথ অনুষ্ঠানে শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেন, “জনগণ নতুন একটি রাজনৈতিক সংস্কৃতি চায়। আমি চাই না আইন কেউ নিজের হাতে তুলে নিক।”
সিরিসেনা সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, স্বচ্ছ ও অবাধ নির্বাচন না হলে আমি ক্ষমতায় আসতে পারতাম না। এ সময় তিনি জানান, শ্রীলংকা বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে সম্পর্ক জোরদার করবে যাতে দেশ সর্বাধিক সুবিধা পেতে পারে।