শার্লি হেবদো ঘটনায় অভিযানে জিম্মি ও অস্ত্রধারী নিহত
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ফ্রান্সের প্যারিসের শার্লি হেবদো পত্রিকা অফিসে হামলার দায়ে সন্দেহভাজন দুই ভাই এবং তাদেরকে পুলিশের হাত থেকে বাঁচাতে প্যারিসের একটি সুপার মার্কেটে মানুষকে জিম্মি করে রাখা বন্দুকধারী শুক্রবার পুলিশের গুলিতে নিহত হয়েছে।আর এই অভিযানে প্রাণ গেছে চারজন জিম্মিরও।পুলিশের প্রথম অভিযানটি চালায় প্যারিসের উত্তরে একটি গুদামে, যেখানে একজনকে জিম্মি করে লুকিয়ে ছিল শার্লি হেবদো অফিসে হামলায় সন্দেহভাজন দুই ভাই।
অভিযানে নিহত দুই সহোদর হলো-সাইদ কোয়াশি ও শেরিফ কোয়াশি।দ্বিতীয় অভিযানটি হয় প্যারিসের পূর্বাঞ্চলে ভাঁসেন শহরে অবস্থিত ইহুদি একটি সুপার মার্কেটে।অস্ত্রধারী একজন ব্যক্তি সেখানে বেশ ক’জন মানুষকে জিম্মি করে রেখে কোয়াশি সহোদরদেরকে পুলিশ যদি কিছু করে, তাহলে জিম্মিদেরকে হত্যা করা হবে বলেও হুমকি দিচ্ছিল।কিন্তু শেষ পর্যন্ত পুলিশী অভিযানে সেখানে অস্ত্রধারী নিহত হয়।তবে, সেই অস্ত্রধারীর এক নারী সহযোগীকে এখন খুঁজছে পুলিশ।এদিকে, এ ঘটনায় অভিযানে যারা অংশ নেয়ায় সাহসিকতা ও নির্ভীকতার জন্য ফরাসী পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।ফ্রান্সের রাজধানী প্যারিসের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদোর অফিসে বুধবারে হামলা চালিয়ে সম্পাদকসহ মোট ১২জনকে হত্যা করা হয়।