সৌদিতে ইসলাম অবমাননায় ব্লগারকে ১০০০ দোররা!
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ইসলাম অবমাননার দায়ে সৌদি আরবের এক যুবককে ১ হাজার দোররা মারার নির্দেশ দেন দেশিটির একটি আদালত। রায়েফ বাদাবি নামের এই যুবক একজন অনলাইন ব্লগার। ব্লগে ইসলামকে অবমাননা করে লেখায় তার ১০ বছরের কারাদন্ড ও ১ হাজার দোররা ভোগের সাজা হয়।শুক্রবার ছিল দোররা ভোগের প্রথম কিস্তি। এদিন তার গায়ে ৫০ দোররা মারা হয়। এভাবে চলতে থাকবে ২০ সপ্তাহ এবং তাকে ১ হাজার দোররার আঘাত সহ্য করতে হবে।
ব্লগার রায়েফ বাদাবিকে দোররা মারার রায়ে উদ্বেগ প্রকাশ করে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এটি ‘বর্বরের কলঙ্গজনক কাজ’।২০১২ সালে ব্লগে ইসলাম অবমাননা করে লেখার অভিযোগে গ্রেফতার হন ৩০ বছর বয়সি রায়েফ বাদাবি। তার বিরুদ্ধে ইসলাম অবমাননার মামলা হয় এবং সেই থেকে তিনি কারাগারে আছেন। গত বছরের সেপ্টেম্বরে আদালত এই মামলার রায় দেন।শুক্রবার রায়েফ বাদাবিকে দোররা মারায় চরম উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক সংগঠন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেদ্দার আল-জাফালি মসজিদের পাশে শুক্রবার জুমার নামাজ শেষে কয়েক শ মুসল্লির সামনে রায়েফ বাদাবিকে দোররা মারা হয়। এর আগে রায়েফ বাদাবিকে পুলিশ ভ্যানে সেখানে আনা হয়। একজন সরকারি কর্মকর্তা উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত রায় পড়ে শোনান।জনতার দিকে পেছন ফিরিয়ে দাঁড় করানো হয় রায়েফ বাদাবিকে। তার আগে বলে বলে দেওয়া হয়, কেউ যেন মুঠোফোনে ছবি না তোলে। এরপর শুরু হয় দোররা মারা। এক টানা ১৫ মিনিট ধরে চলে শাস্তি প্রদানের কাজ। উপস্থিত মুসল্লিরা চেয়ে চেয়ে দেখেছেন সেই দৃশ্য। কোনো আর্তচিৎকার বের হয়নি রায়েফ বাদাবির কণ্ঠ থেকে।রায়েফ বাদাবির শাস্তির বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ইতালিতে অনলাইন অ্যাক্টিভিস্টরা সোদি আরবের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন।