বিশ্ব শান্তি কামনায় শুরু হয়েছে আখেরি মোনাজাত
গাজীপুর প্রতিনিধিঃ বিশ্ব শান্তি কামনায় শুরু হয়েছে আখেরি মোনাজাত। ক্ষমা ভিক্ষা-আত্মশুদ্ধির পাশাপাশি বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে হাত তুলেছেন লাখো মুসল্লি। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। আখেরি মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ।
এদিকে জনসমুদ্রে পরিণত হয়েছে টঙ্গীর তুরাগ তীর। তাবলিগ জামাত আয়োজিত ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হচ্ছে। আগামী ১৬ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।
এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লি যোগ দিয়েছেন তাবলীগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা ময়দানে।
ভোর থেকেই রাজধানীর কমলাপুর থেকে বিশেষ ট্রেন এবং আশপাশের এলাকা থেকে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়। তীব্র শীত উপেক্ষা করেই বাস এবং খোলা পিকাপে করেও বিভিন্ন এলাকা থেকে যাত্রা করেন মুসল্লিরা।
ইজতেমা ময়দানে দেশ বিদেশের তাবলীগ জামাতের মুরব্বি ও আলেমরা বয়ান করেছেন। তারা দ্বীনি আমল, আখলাক নিয়ে আলোচনা করেন।
গত শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।